সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১

শিরোনাম: নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা   বাণিজ্য মেলা শুরু বুধবার, যা থাকছে এবার   থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো বন্ধে ব্যবস্থার নির্দেশ   সংবিধান বাতিল না করে সংশোধন করা যেতে পারে   মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা   সোহেল তাজের সঙ্গে বাগদান, পাত্রীর পরিচয়   নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যা বলছেন সিইসি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৪:৪১ পিএম

দেশের শীর্ষ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুলাই) রাজধানীর আর্মি গলফ ক্লাব কনভেনশন হলে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, সব শ্রেণির ক্রেতাকে আকৃষ্ট করে এমন সব আবাসন প্রকল্প বাস্তবায়ন করছে রূপায়ণ গ্রুপ, যা সেলস টিমকে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে সহজতর করছে। উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেন আর সেলস টিম মেধা, পরিশ্রম আর দক্ষতা দিয়ে বিনিয়োগকে এগিয়ে নিয়ে সমান দায়িত্ব পালন করেন। আগামীতে বিদেশিদের আকৃষ্ট করে এমন সব প্রকল্প নিয়ে আসবেন উল্লেখ করে ব্যবসায়িক সাফল্য অর্জনে প্রতিষ্ঠানের সেলস টিমকে কাজ করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল, উপদেষ্টা এএসএম শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. মোস্তফা কামাল, রূপায়ণ সিটি উত্তরার সিইও এম মাহবুবুর রহমান, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিডের চীফ বিজনেস অফিসার এহসানুর রহমান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ আবুল হাসানসহ রূপায়ণ গ্রুপের সেলস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, বিশ^মানের সর্বাধুনিক নানা প্রকল্প বাস্তবায়ন করে গ্রাহকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত আবাসস্থল নির্মাণের রোল মডেল রূপায়ণ গ্রুপ। এমন বাস্তবতায় আগামীতে স্মার্ট সিটি নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানের এসব উদ্যোগ গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সেলস টিমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com