সাংবাদিক ও ভাওয়াইয়া শিল্পী রাজার মরদেহ উদ্ধার

- ১৮-মার্চ-২০১৯ ০৪:৩৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ভাওয়াইয়া শিল্পী এবং সাংবাদিক শফিউল আলম রাজার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর তার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুপুরের দিকে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তার সহকর্মীদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
শফিউল আলম রাজার শ্যালিকা শিল্পী জানান, তার স্ত্রী অফিসে ছিলেন। আর বাচ্চারা ছিল স্কুলে। সে (শফিউল আলম রাজা) বাসায় ঘুমুচ্ছিলেন। বরাবরই তিনি দেরিতে ঘুম থেকে ওঠতেন, কিন্তু আজ আর ওঠেননি।
কুড়িগ্রামে জন্ম নেয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’, ‘ভাওয়াইয়া রাজকুমার’ ও ‘ভাওয়াইয়ার ফেরিওয়ালা’ নামে পরিচিত ছিলেন।
তার পেশাগত জীবন শুরু হয়েছিল সাংবাদিকতা দিয়ে। ১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন শফিউল আলম রাজা। এরপর ২০০২ দৈনিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে দৈনিক অর্থনীতি, যুগান্তরেও ছিলেন। সর্বশেষ অনলাইন নিউজপোর্টাল প্রিয়ডটকমের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।
/কে