অবশেষে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা

- ২৪-জানুয়ারী-২০১৯ ১১:১১ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
অবশেষে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। এর আগে দুই পর্বে এ বিশ্বইজতেমা অনুষ্ঠিত হলেও এবার একটাই হবে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে বৈঠক শেষে ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, তারা দুই গ্রুপ দুই তারিখের প্রস্তাব দেন। এক পক্ষ বলেন আগামী ৮ তারিখে হবে। আরেক পক্ষ বলেন আগামী ২২ ফেব্রুয়ারি ইজতেমা হোক। আমরা এই দুই তারিখের মাঝামাঝি ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত করেছি।
প্রতিমন্ত্রী বলেন, কোনো পক্ষের মতো করে নয়, বরং তাদের সঙ্গে পরামর্শ করে আমরা একটি তারিখে ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি।
/কে