যাত্রা...

- ৮-Jun-২০১৯ ০২:৩৩ পূর্বাহ্ণ
::বিথী রহমান::
একদিন ছানি পড়বে টানা চোখে
মাতাল করা দীঘল চুলে পাক ধরবে
চামড়া ঝুলে ছোট হয়ে আসবে
লাবণ্য ঝরে পড়া মুখশ্রী;
এখনতো নিতম্ব বাঁকিয়ে হেঁটে যাই পুরুষের বুক ছেদ করে
গাঢ় লিপস্টিকে উন্মাদ করি কামুক প্রেমিক
হাসির ফিনিকে শীতল স্রোত বয়ে যায় পিয়াসী মনে
অথচ বছর তিরিশ পরে আমার কথাই
অস্পষ্ট শোনাবে ফোকলা গালে!
বৈশাখ এলেই ভুলে যাই চৈত্রের তাপ
শিশিরের জলে ধুয়ে দেই বেপরোয়া প্রেম
আবার সলজ্জ হাসিতে খুন করি টেটন পুরুষ
সিগারেট ফুঁকে ঝেড়ে ফেলে দেই পুরাতন আবেশ;
অথচ, একসময় কোমর বরাবর কুঁজো হয়ে যাব
আঙুলের খাঁজে আটকে যাবে সময়ের হিসাব
মধ্যরাতে হাঁপানি ওঠে যাবে ঝড় তোলা বুকে
তারপর একদিন চলে যাব সব ছেড়ে-ছুড়ে!
বীথি রহমান: পেশায় ব্যাংকার, নেশায় কবি