প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৫:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হচ্ছে মোঃ মোতার হোসেন (৫৫), মোঃ শামীম হোসেন (২৯),মোঃ আতিক (২৭)।
সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কুমলিরচক এলাকায় এক গোপন সংবাদের বৃত্তিতে এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদ। অবৈধভাবে তিন ফসলি কৃষি জমি থেকে মাটিকাটার অভিযোগে মোতাহার,আতিক,শামীম এই তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি মাহেন্দ্র ও একটি শ্যালো মেশিন আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি মোঃ শরীফ মিয়া বলেন, একটি চক্র দক্ষিণ কেরানীগঞ্জের কুমলীর চকে অবৈধভাবে কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদ বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে কাউকে মাটি কাটতে দেওয়া হবে না। কেউ এই কাজে জড়িত হলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করা হবে।