প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:২১ পিএম আপডেট: ২৩.০৩.২০২৪ ১০:২৯ পিএম | অনলাইন সংস্করণ
সত্যের স্নিগ্ধতায়, পাঠকের মুগ্ধতায় দুই দশকে পা দিল পাঠক নন্দিত পত্রিকা দৈনিক ভোরের পাতা। বিগত ১৯ বছরে পাঠকের আস্থা ও প্রাত্যহিত অভ্যাসের স্থান দখলে নিতে পেরেছে ভোরের পাতা। দেশের কল্যাণে প্রতিদিন পথ চলেছে। সমাজ ও রাষ্ট্রের এক মানবিক দর্পণ হিসেবে কাজ করেছে। ভোরের পাতার সব সময়ের চেষ্টা সত্যনিষ্ঠ তথ্যকে পাঠকের সামনে উপস্থাপনের মধ্য দিয়ে মুক্ত সংবাদের এক অবাধ কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এর মধ্য দিয়ে উচ্চতর মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রগঠনে ভূমিকা রাখা।
২০১৪ সালের মার্চে নতুন অবয়বে পথচলা শুরু করেছিল ভোরের পাতা। এ সময়ে দেশের কল্যাণে প্রতিদিন নিজেকে উত্তরোত্তর ‘সমকালীন’ ও ‘হালনাগাদ’ করেছে। আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সহস্র অনুকূল এবং প্রতিকূল সময় মোকাবিলা করে ভোরের পাতা গণমাধ্যম জগতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সমর্থ হয়েছে যা দেশের সংবাদপত্র জগতে একটি বিস্ময়। আমরা গর্ব করছি না, আমরা আমাদের শ্রম, মেধা এবং সত্যের প্রতি একনিষ্ঠতার অঙ্গীকার করছি। দেশ এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা স্বীকার করেই আমাদের পথচলা।
৩০ লাখ শহীদের রক্তভেজা এ মাটি ও মানুষের প্রতি অঙ্গীকার এবং কল্যাণের জন্য প্রতিদিন আমরা আমাদের চেষ্টা নবায়ন করছি। প্রারম্ভিক যাত্রায় আমাদের সুস্পষ্ট দায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ভূখণ্ডের জনগোষ্ঠীর প্রতি দায়িত্বশীলতা থেকে আমরা হৃদয় নিংড়ানো উচ্চারণ করি। বিগত সময় কত কত মর্মান্তিক ঘটনা, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোট কর্তৃক পেট্রোলবোমায় মানুষ পোড়ানো, হাজার হাজার যানবাহন ধ্বংস, জনগণের সম্পদের ক্ষতিসাধনসহ পাকিস্তানিদের মতো নৃশংস আচরণ আমাদের ব্যথিত করেছে। শত প্রতিকূলতা পেরিয়ে রক্তভেজা এই দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। আর তাতে করে দেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সোনার বাংলার বাস্তবায়নের স্বপ্ন দেখতেই পারে।
আমরা প্রতিনিয়ত জনগণের পক্ষে ছিলাম; আছি ও আগামীতেও থাকব প্রতিশ্রুতি দিচ্ছি। ঘটনাবহুল সময় অতিক্রম করে ভোরের পাতা পাঠকের কাছে আজ নন্দিত পত্রিকা। পত্রিকাটি দুই দশকে পদার্পণ করলো। আনুষ্ঠানিক কোনো উদযাপন না থাকলেও শিগগিরই আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ভোরের পাতার জন্মদিন উদযাপনের প্রস্তুতি গ্রহণ করছি। দ্রুততম সময়ে আমরা আনন্দ আয়োজনে সামিল হবো। জাতির বাঙালি মনন ধারণকল্পে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমরা সবসময় সম্ভাবনার কথা বলে আসছি, যা শোষণহীন, বৈষম্যহীন একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে অতীব জরুরি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা সেই বাংলাদেশের দ্বারপ্রান্তে।
সত্যের স্নিগ্ধতায়, পাঠকের মুগ্ধতায় আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের অগণিত পাঠক ও শুভানুধ্যায়ীর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। শুভ এই দিনে সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা এবং পাশে থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন দৈনিক ভোরের পাতার সম্পাদক কাজী ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।