প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ২:১৮ এএম | অনলাইন সংস্করণ
দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা কতজন মানুষের আছে এটা একটা বড় প্রশ্ন? সর্বশেষ হিসাব অনুযায়ী, গড়ে প্রতিবছর পাঁচ লাখ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন।এতে প্রায় বৎসরে ৩০ হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে।ভারতের কলকাতার ডাক্তারদের প্রতি আমাদের রোগীদের আস্থা তবুও দেশের ডাক্তারদের প্রতি তেমন আস্থা নাই।
কারণ দেশের হাসপাতাল ও ক্লিনিক গুলোতে চলছে হরহামেশাই ভুল-ভাল চিকিৎসা। ভুল চিকিৎসার জন্য প্রতিনিয়ত কত মানুষের মৃত্যু হচ্ছে তার কোন হিসাব নেই।
ডায়ানগষ্টিক সেন্টারগুলো এক একটা ভুল রোগ নির্ণয়ের কারখানায় পরিণত হয়েছে। আর অধিকাংশ ডাক্তারদের কথা কার না অজানা। ভুল ভাল চিকিৎসার সাথে চলে উনাদের কমিশন বাণিজ্য।
দেশে পাঁচ তারার মত হাসপাতাল এর মালিকেরা যখন নিজের এবং পরিবারের সামান্য রোগের চিকিৎসা করতে যখন তখন বিদেশে চলে যান তখন আর জনগণের বুঝার বাকি থাকে না যে দেশের চিকিৎসা ব্যবস্থার কি হাল। এই অবস্থা থেকে অবসান চাইলে স্বাস্থ্য মন্ত্রনালয় এর মন্ত্রী,সচীবসহ সকল কর্মকর্তাদের অবশ্যই দেশে চিকিৎসা নিতে হবে। এবং ভুল চিকিৎসায় মৃত্যুর জন্য দায়ী ডাক্তার ও হাসপাতল কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্হা করতে হবে। ডায়াগনস্টিক সেন্টার এর উপর স্বাস্হ্য মন্ত্রনালয়ের কঠিন নজরদারি করতে হবে। এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে ভুল রোগ নির্ণয় এর কারনে।
সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের চিকিৎসা ব্যবস্হার উন্নয়ন খুবই জরুরী।
(লেখাটি এএম গ্রুপের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন এর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া)