বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১

শিরোনাম: সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে: প্রধান উপদেষ্টা    দুই ব্রোকার হাউজ পরিচালকের ব্যাংক-বিও হিসাব জব্দ, বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা    জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা    তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি: জ্বালানি উপদেষ্টা    রূপপুর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়নি: রোসাটম    বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ: শ্রম উপদেষ্টা    প্রবীণ সাংবাদিক শফিক রেহমান হাসপাতালে ভর্তি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আজ সন্ধ্যার মধ্যে মাওলানা সাদকে ভিসা দেওয়ার দাবি
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৬ পিএম | অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আজ বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সাদকে ভিসা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুসল্লি পরিষদ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে মুফতি মুয়াজ বিন ‍নূর বলেন, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্ব ইজতেমার সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- এবারের ইজতেমায় মাওলানা সাদ সাহেবকে আনার অনুমতি দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন- আওয়ামী লীগ ক্ষমতায় না এলেও তিনি সাবেক মন্ত্রী হয়ে মাওলানা সাদের আসার ব্যবস্থা করবেন।

মাওলানা নূর আরো বলেন, প্রথম পর্বে আড়াই হাজার বিদেশি মেহমান ইজতেমায় এসেছেন। সাদ সাহেব এলে ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ হাজার বিদেশি মেহমান আসবেন বলে জানিয়েছেন। তাই আজ বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সাদের ভিসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি পক্ষকে সরকার সুবিধা দিয়ে আমাদের অসহযোগিতা করছেন। তাদের ইজতেমা প্রস্তুতিতে তিন সপ্তাহ সময় দিয়েছেন আর আমাদের সময় দেওয়া হচ্ছে না।



দেওবন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি বাংলাদেশে অবস্থান করছেন জানিয়ে সম্মেলনে বলা হয়, আরশাদ সাহেব বলেছেন- মাওলানা সাদ সাহেবের সঙ্গে কোনো বিরোধ নেই। 

নূর আরো বলেন, আমাদের হেফাজতের তকমা দিয়ে প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়া হচ্ছে না।

এ রকম চলতে থাকলে ভবিষ্যতে বিশ্ব ইজতেমা আঞ্চলিক সম্মেলনে পরিণত হতে পারে।
আগামীতে প্রথম তাঁদের পর্বে ইজতেমা করার অনুমতি দিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে এবারের ইজতেমায় মাওলানা সাদ সাহেবকে আসার জন্য ভিসা নিশ্চিতের দাবি জানান। অন্যথায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। 

সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মুসল্লি পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি মুয়াজ বিন নূর। এ সময় মুফতি আজিম উদ্দিন, মুফতি মিজানুর রহমান, মুফতি আরিফ হোসেন, মাওলানা আনাস, সৈয়দ মাসুম, আতাউর রহমান ও আতাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/ADDDDDD.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]