প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আজ বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সাদকে ভিসা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুসল্লি পরিষদ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ব ইজতেমা ময়দানের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মুফতি মুয়াজ বিন নূর বলেন, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্ব ইজতেমার সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- এবারের ইজতেমায় মাওলানা সাদ সাহেবকে আনার অনুমতি দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন- আওয়ামী লীগ ক্ষমতায় না এলেও তিনি সাবেক মন্ত্রী হয়ে মাওলানা সাদের আসার ব্যবস্থা করবেন।
মাওলানা নূর আরো বলেন, প্রথম পর্বে আড়াই হাজার বিদেশি মেহমান ইজতেমায় এসেছেন। সাদ সাহেব এলে ইজতেমার দ্বিতীয় পর্বে ১০ হাজার বিদেশি মেহমান আসবেন বলে জানিয়েছেন। তাই আজ বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সাদের ভিসা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি পক্ষকে সরকার সুবিধা দিয়ে আমাদের অসহযোগিতা করছেন। তাদের ইজতেমা প্রস্তুতিতে তিন সপ্তাহ সময় দিয়েছেন আর আমাদের সময় দেওয়া হচ্ছে না।
দেওবন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানি বাংলাদেশে অবস্থান করছেন জানিয়ে সম্মেলনে বলা হয়, আরশাদ সাহেব বলেছেন- মাওলানা সাদ সাহেবের সঙ্গে কোনো বিরোধ নেই।
নূর আরো বলেন, আমাদের হেফাজতের তকমা দিয়ে প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়া হচ্ছে না।
এ রকম চলতে থাকলে ভবিষ্যতে বিশ্ব ইজতেমা আঞ্চলিক সম্মেলনে পরিণত হতে পারে।
আগামীতে প্রথম তাঁদের পর্বে ইজতেমা করার অনুমতি দিয়ে সন্ধ্যা ৭টার মধ্যে এবারের ইজতেমায় মাওলানা সাদ সাহেবকে আসার জন্য ভিসা নিশ্চিতের দাবি জানান। অন্যথায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মুসল্লি পরিষদের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি মুয়াজ বিন নূর। এ সময় মুফতি আজিম উদ্দিন, মুফতি মিজানুর রহমান, মুফতি আরিফ হোসেন, মাওলানা আনাস, সৈয়দ মাসুম, আতাউর রহমান ও আতাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।