প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ২:০৫ পিএম | অনলাইন সংস্করণ

৪ বছর পর বড়পর্দায় ফিরছেন ‘কিং খান’। ‘পাঠান’ মুক্তির আগে তাই চেনা মেজাজে শাহরুখ খানের ভক্তরা।
কখন বড় পর্দায় প্রিয় অভিনেতাকে দেখবেন এ অপেক্ষায় সবাই। তাই তো অগ্রীম টিকিট কিনতে হুমরি খেয়ে পড়েছেন শাহরুখ ভক্তরা। আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বড়পর্দায়। টিকিট কাটার সুযোগ কেউ নষ্ট করছেন না।
ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে, পাঠান মুক্তির আগেই ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। অনেকেই টিকিট না পেয়ে কষ্টের কথা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য লিখছেন।
এখন পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য দুই লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। খবর পিটিআইয়ের।
এ হিসাবে প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। টিকিট বিক্রির এ উৎসব দেখে ছবির ভবিষ্যৎ ভালো বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের এমন নজির নতুন নয়।
এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো ‘সুপারহিট’ তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তার ক্যারিশমা দেখতেই দলে দলে সিনেমা হলে গেছেন।
শাহরুখের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। বাণিজ্যিকভাবে ‘জিরো’ তেমন সফল হয়নি। তবে ছবিটির প্রথম দিনের আয় ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে ১৯ কোটি ৩৫ লাখ টাকার ব্যবসা করেছিল শাহরুখ, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’। এ ছবির মোট আয় করেছিল ১৮৬ কোটি টাকা।
২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ, আনুশকা অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’। শাহরুখের ক্যারিশমা এই ছবির ক্ষেত্রেও ২০০ কোটির গণ্ডি পার করাতে পারেনি।
তবে প্রথম দিনে এই ছবিও ১৫ কোটির বেশি ব্যবসা করে। প্রথম দিন ‘জব হ্যারি মেট সেজল’ এর আয় ছিল ১৫ কোটি ২৫ লাখ টাকা। সব মিলিয়ে এই ছবি ১৫৩ কোটি টাকার ব্যবসা করেছে।
২০১৬ সালে মুক্তি পায় শাহরুখের অন্যতম ছবি ‘ডিয়ার জিন্দেগি’। আলিয়া ভাটের সঙ্গে তথাকথিত ভিন্ন ধারার এ ছবিতে কাজ করেছিলেন কিং খান। ছবিটির ব্যবসায়িক সাফল্য অন্য অনেক ছবির থেকে অনেক কম।
তবে গত কয়েক বছরে ২০০ কোটির ক্লাবে ঢুকতে পারেন নি শাহরুখ। বলিউডে তার ক্যারিশমা কি ফিকে হচ্ছে ধীরে ধীরে? এমন প্রশ্নও উঠে গেছে। অবশ্য গত ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ২০০ কোটির বেশি ব্যবসা করেছিল। ‘পাঠান’ সেই নজির ভাঙতে পারবে কিনা, তা এখন দেখার পালা।