বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের    বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের সর্বাত্মক প্রচেষ্টা    একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এহসান গ্রুপের প্রতারণার শিকার ভূক্তভুগীরা আতংকে
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৭:১৮ পিএম | অনলাইন সংস্করণ

পিরোজপুরের এহসান গ্রুপের প্রতারণার শিকার ভূক্তভুগীরা মামলা আতংকে ভূগছেন। গ্রাহকরা বেশি বাড়াবাড়ি করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভূক্তভুগীরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভূক্তভুগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন মো. হারুন অর রশিদ। যিনি এক সময় এই প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন- আমরা এহসান রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স লিমিটেড পিরোজপুর কর্তৃক প্রতারনার শিকার হয়ে ক্ষতিগ্রস্থ সদস্যরা আইনী সহায়তা পাওয়ার জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা করি। এর প্রেক্ষিতে আদালত তদন্ত সাপেক্ষে আসামিদের নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আসামীদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্যেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আসামিরা ক্ষতিগ্রস্থ সদস্যদের জীবন নাসের হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন হারুন।
ভূক্তভুগীরা আশঙ্কা করছেন-আসামিদের কাছে থাকা ক্ষতিগ্রস্থ সদস্যদের সকল গুরত্বপূর্ণতথ্য কাগজপত্র গুম করার পাশাপাশি জমি বিক্রি করে ও সদস্যদের টাকা পাচার করে আসামিরা যে কোন সময় দেশ ত্যাগ করতে পারে।

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ আরও জানান- বর্তমানে এহসান গ্রুপের উপদেষ্টা, আঃ রব খানের বিরুদ্ধে ২৭ টি গ্রেপ্তারি পারোয়ানা আছে। এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমা আহসান, ক্যাশিয়ার শামীম আহসান, সভাপতি শাহ আলম ও ম্যানেজার নাজমুল ইসলামের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পারোয়ানা রয়েছে।

আসামিরা বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। ভূক্তভূগীরা গ্রাহকরা আসামীদের গ্রেপ্তারে তাগাদা দিলে পিরোজপুর সদর থানার ওসি ক্ষতিগ্রস্থদের বেশি বারাবারি করিলে ভূক্তভূগীদের বিরুদ্ধে মামলা দিবেন বলেও অভিযোগ করেন।



এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ওসিকে বলেন-এসব কথা বলার প্রশ্নই ওঠে না। আমরা আসামীদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এহসান গ্রুপের বিরুদ্ধে হওয়া মামলাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা তদন্ত করছে। এই মামলার বেশ কয়েকজন আসামী বর্তমানে কারাগারে আছে। বাকিদের গ্রেপ্তারেও আমরা তৎপর রয়েছি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এহসান গ্রুপের উপদেষ্টা আঃ রব খান ভূক্তভূগিদের হুমকি দিচ্ছেন যে, পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের গ্রেপ্তার করবে না।

ক্ষতিগ্রস্থ সদস্যদের দাবি,- উপদেষ্টা আঃ রব খান, চেয়ারম্যান, সালমা আহসান, সভাপতি, শাহ আলম, ক্যাশিয়ার, শামীম আহসান সহ সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আসামীদের কাছে থাকা সতের হাজার কোটি টাকা সুষ্ঠ তদন্তের মাধ্যমে ফেরৎ দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মাওলানা রফিকুল ইসলাম, মো, এখলাছুর রহমান, আক্তারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, মো. মারুফ শিকদার ও রিপন শিকদার। তারা সবাই এহসান গ্রুপের প্রতরাণার শিকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]