প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৮:০২ পিএম আপডেট: ০৩.১২.২০২২ ৮:০৫ পিএম | অনলাইন সংস্করণ

শেরপুর জেলার সদর উপজেলার মনকান্দা গ্রামের চাঞ্চল্যকর ৬ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুস (৪২) কে গ্রেফতার করেছে র্যাব- ১৪ জামালপুর।
ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শনিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেল করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প।
এর আগে বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) দুপুরে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। ঘটনার পরপরই তার শাশুড়ী মালেকা বেগমের সহায়তায় পালিয়ে যায় ধর্ষক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন র্যাব-১৪,সিপিসি-১, জামালপুর এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আংশিক উজ্জামান।
তিনি বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার সংবাদ প্রাপ্তির পর ছায়া তদন্ত ও আসামি গ্রেফতারের চেষ্টা করা হয়। সংগৃহীত তথ্য উপাত্তের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে ২৪ ঘন্টার মধ্যে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ছয়মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে এক ছেলে আর ৬ বছর বয়সের ওই মেয়েকে রেখে মা মারা যায়। ১৪ বছর বয়সী একমাত্র ভাই ওয়েল্ডিং এর দোকানে কাজ করে। বৃদ্ধা দাদী ও নানী অন্যের বাড়িতে কাজ করেন। দরিদ্র পিতা পেশায় অটোরিক্সা চালক। ১ ডিসেম্বর দুপুরে বৃদ্ধা দাদীর কাছে মেয়েকে রেখে জেলা শহরে রিক্সা চালাতে যায় বাবা। ওই বৃদ্ধা নাতিকে ঘরে রেখে বাড়ীর বাইরে গেলে পাশ্ববর্তী বাড়ীর দুই সন্তারে জনক আব্দুল কুদ্দুস ধর্ষিতার বাড়ীতে গিয়ে ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ভিকটিমকে রাতেই শেরপুর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার ধর্ষিতার বাবা শেরপুর সদর থানায় আব্দুল কুদ্দুস ও তার শ্বাশুরীকে আসামী করে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস প্রাথমিক জিজ্ঞাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
এসময় র্যাব-১৪ এর সহকারী স্কোয়াড্রন লিডার এমএম সবুজ রানা উপস্থিত ছিলেন।