ময়মনসিংহ জেলা ও মহানগর আ. লীগের নতুন কমিটি
প্রকাশ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৮:০১ পিএম | অনলাইন সংস্করণ

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)।
মহানগর আওয়ামীলীগের বর্তমান সভাপতি এহতেশামুল আলমকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলার বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুনরায় সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ময়মনসিংহ আওয়ামীলীগের তরুন রতœ ইকরামুল হক টিটুকে মহানগর আওয়ামীলীগের সভাপতি করা হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য করা হয়েছে।
ময়মনসিংহ বাসীর বহু কাঙ্খিত নেতাদের জেলা ও মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করার পর পরই বাধ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন তাদের সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুকরিত হয়ে উগে গোটা নগরী। জেলার সর্বত্রই চলছে মিষ্টি খাওয়ার প্রতিযোগীতা।
লক্ষ লক্ষ লোকের বিশাল এই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্তর স ালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু,সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।