প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১১:০২ পিএম | অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধে যে চেতনা, একাত্তরের যে চেতনা ছিল আমাদের মধ্যে সে সময় আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙলার আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকে এই বিজয়ের মাস উপলক্ষে একটা কথা জানাতে চাই আজকে যারা রাজনীতির নামে দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছেন। তাদের বিরুদ্ধে এখনি সময় হয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯০৪তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বীর বাঙালি বিজয় ছিনিয়ে এনেছিল ১৬ ডিসেম্বর। বিজয়ের সেই মাহেন্দ্র ক্ষণের ৫০ বছর পেরিয়ে আসার পথে আমরা। বছর ঘুরে আবার এলো বিজয়ের মাস ডিসেম্বর। এবারের মাসটি ভিন্ন অনুভূতি নিয়ে এসেছে। স্বাধীনতাকামী বাঙালির হৃদয়ে মাসটি মহানন্দের, মহা গৌরবের। স্বজন হারানোর বেদনায় এই মাস একই সঙ্গে শোকের, আবার উদযাপনেরও। ১৯৭১ সালে সংঘটিত একটি গণবিপ্লবকে ১৯৭৫ সালের একটি প্রতিবিপ্লব দিয়ে শেষ করে দেওয়া হয়। হত্যা করা হয় মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের প্রায় সকল সদস্যকে। সরকার এবং রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ নয়। দেশে হানাহানি করলে, আইনশৃঙ্খলা নষ্ট করলে, মানুষের জান মালের ক্ষতি করলে অচিরেই তাদের ঘাড় মটকে দেওয়া হবে। সময় থাকতে সাবধান হয়ে যান, বাংলাদেশে সহিংসতা সৃষ্টিকারীদের আর প্রশ্রয় দেওয়া যাবেনা। আজকে এই বিজয়ের মাস উপলক্ষে একটা কথা জানাতে চাই আজকে যারা রাজনীতির নামে দেশে অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছেন। তাদের বিরুদ্ধে এখনি সময় হয়েছে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।