প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৯:৩১ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর শাশুড়ী, কয়রা বেগম গত ২৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ফেনীর কার্ডিয়াক হাসপাতালে বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর,মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় সজ্জন ও গুণগ্রাহী রেখে গেছেন।ঐ দিন বাদ এশা জানাজা শেষে ফেনীর পরশুরামের কোলাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পযন্ত কোরআন খতম, মিলাদ ও বিশেষ ভোজ (কুলখানী) এর আয়োজন করেছে মরহুমার পরিবার। এতে ১০০০ লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য তার পরিবার বিনয়ের সাথে অনুরোধ করেছে।