প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫:৫০ পিএম | অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রায় দশ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মৌখিক ভাবে তোড় জোড় শুরু করেছেন জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন। ভোরের পাতাকে এমনটাই জানিয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পরে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ কমিটি পূর্ণাঙ্গ করা কারণ সামনে নির্বাচন, কে সে সময় মাঠে থাকবে, কে থাকবে না এসকল কিছু বিবেচনায় নিয়েই আমাদের কমিটি পূর্ণাঙ্গ করা হবে।
কোন প্রক্রিয়ায় কমিটি পূর্ণাঙ্গ করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্রুতই সিভি আহবান করব, এবং পদ প্রত্যাশীদের সকলকেই স্থানীয় পর্যায় থেকে আওয়ামীলীগ এর প্রত্যয়ন পত্র অবশ্যই জমা দিতে হবে, এবং সেগুলোও আমরা চুলচেরা বিশ্লেষণ করব, প্রয়োজনে প্রত্যেকের পারিবারিক ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই করা হবে। আমাদের লক্ষ্য একটাই ছাত্রলীগের মধ্যে যেন কোন অনুপ্রবেশকারী স্থান না পায়, কোন ধরনের জামাত-শিবিরপন্থী কেউ যেন আমাদের মধ্যে কোন ভাবে অনুপ্রবেশ ঘটাতে না পারে।
জানা যায়, সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল ২০১৩ সালে (শরীফ-সিরাজ) কমিটি, এরপরে দীর্ঘ প্রায় দশ বছর ধরে পূর্ণাঙ্গ হয় নি ছাত্রলীগের অন্যতম এই ইউনিটের কমিটি। ইউনিটটির নেতা কর্মীদের দাবি দীর্ঘদিনের এই অচলায়তন ভেঙ্গে দ্রুতই পূর্ণাঙ্গ হোক শাখা ছাত্রলীগের কমিটি।
উল্লেখ্য, চলতি বছরের পহেলা জানুয়ারি ইব্রাহিম ফরাজী কে সভাপতি ও এস এম আক্তার হোসাইন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার ছয় মাস পরে কোন কারণ উল্লেখ ছাড়া পহেলা জুলাই কমিটি স্থগিত করা হয়। পরবর্তীতে চার মাস পরে চলতি মাসের ০৫ নভেম্ভর আবারো পুনর্বহাল করা হয় ছাত্রলীগের এই অন্যতম ইউনিট।