প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪২ পিএম | অনলাইন সংস্করণ

গাজীপুর থেকে পথের সাথী রাজদূত পরিবহনের একটি গাড়ি কাপাসিয়া টোকের উদ্দেশ্য যাচ্ছিল। পথে চলন্ত গাড়িতেই চালক মোবাইলে বার বার কথা বলছিল। মোবাইলে এভাবে কথা বলার বিরুদ্ধ প্রতিবাদ জানায় সে গাড়িতে থাকা যাত্রী কথাসাহিত্যিক ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র সৌর শাইন (২৬)। এই প্রতিবাদে ড্রাইবার ও হেল্পার তার উপর ক্ষুব্ধ হয়। গতকাল বিকালে কাপাসিয়া বাসস্ট্যান্ড এ ঘটনা হয়।
সৌর শাইন কাপাসিয়া বাসস্ট্যান্ডে নামছিল তখন ড্রাইবার তার উপর হামলা চালায়, ড্রাইবারকে সহায়তা করে এই পরিবহনের কর্মচারীরা। পনেরো মিনিটের মতো সময় ধরে সৌর শাইনকে এলোপাথাড়িভাবে মারতে থাকে। এক পর্যায়ে স্থানীয় জাহিদুর রহমান আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। এই ঘটনায় কাপাসিয়ার সাধারণ ছাত্রবৃন্দ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং চালক ও পথের সাথী রাজদূত পরিবহনের এই বেপরোয়া আচরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা উপজেলা প্রসাশনের সহায়তা কামনা করেন।
এ ঘটনায় সড়কে চলাচলকারী সকল যাত্রী ও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দীর্ঘদিন থেকে কাপাসিয়া সড়কে পরিবহণ নৈরাজ্য ও অতিরিক্ত ভাড়া যাত্রী সাধারণের কাছ থেকে আদায় করলেও স্থানীয় প্রশাসন রহস্যজনকভাবে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না। এতে পরিবহণ শ্রমিকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে।