সীমান্তে নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে হবে: অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪০ পিএম | অনলাইন সংস্করণ

মিয়ানমারের বিচ্ছিন্নবাদিতার সাথে মিয়ানমারের সেনাবাহিনীর যে সংঘর্ষ সেটা কিন্তু অনেক দিন ধরেই চলে আসছে। তাদের এই সংঘর্ষ আমাদের সীমান্ত ঘেঁসে চলছে এবং তারই ফলশ্রুতিতে তাদের সংঘর্ষের কিছু উত্তাপ বাংলাদেশেও দেখা গিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি 'সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়'; এই নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৪২তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ও সামরিক গবেষক মে. জে. (অব.) আব্দুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি 'সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়'; এই নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখছে। এই নীতির উপর ভর করেই আমরা সকল দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আমরা সবাই জানি রোহিঙ্গা ইস্যু বাংলাদেশে একটি বড় ধরণের মানবিক বিপর্যয়। তারপরেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চিন্তা ও সিদ্ধান্তে আমাদের দেশ কিন্তু তাদের জন্য আশ্রয়, প্রশ্রয় ও তাদের জন্য সমস্ত কিছু করে যাচ্ছি আমরা। বর্তমানে আমাদের দেশে নানাভাবে অন্যান্য ক্ষেত্রে হিমশিম খাচ্ছে কিন্তু তাদের বিষয় আমাদের সরকার কোনভাবেই কার্পণ্য করছে না। কিন্তু মিয়ানমার যে ওয়াদা বা নীতি থেকে কিন্তু তার দিন দিন সড়ে দাঁড়াচ্ছে এবং একরকম স্বৈরাচারী মনোভাব সৃষ্টি করছে তারা। এরফলে সাড়া পৃথিবী একরকম নিগ্রহ করছে তাদেরকে। তারা কারো কথায় মানছে না বরং বর্তমানে তারা হামলামুখী আচরণ করছে যা আসলেই আমাদের জন্য খুবই উদ্বেগজনক। সেখানেও কিন্তু অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ যে তাদের সাথে কোনভাবেই যুদ্ধে জড়াবে না, এটা বার বার বলা হচ্ছে তাদেরকে। বাংলাদেশ এই বিষয়ে এখন পর্যন্ত খুবই ইতিবাচক ভূমিকা রাখছে।