বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

শিরোনাম: উপজেলা নির্বাচন : এমপি-মন্ত্রীদের সন্তান ও আত্মীয়রা প্রার্থী হতে পারবেন না    চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ, হিট এলার্ট জারি    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল    হত্যাচেষ্টা মামলায় বিপাকে পরীমনি    বনানীতে ভিসা সেন্টার চালু করলো চীন    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯    সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পীসহ নিহত ২   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ড. এরতেজা হাসানের আমন্ত্রণে সাতক্ষীরায় ব্রুনাই হাইকমিশনার
স. ম ওসমান গনী সোহাগ ও গাজী ফারহাদ
প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ১১:৪৯ পিএম আপডেট: ১২.০৮.২০২২ ১১:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান একদিনের ব্যক্তিগত সফরে শুক্রবার (১২ আগস্ট) সাতক্ষীরা সফর করেছেন। জাতীয় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআইর পরিচালক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান সিআইপির আমন্ত্রণে তিনি এ সফর করেন।

জানা যায়, সফরে এসে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান সাতক্ষীরা সদরের বিনেরপোতা সংলগ্ন মোস্তফা শ্রীম্প হ্যাচারী অ্যান্ড কালচার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ। পরে সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ও ড. কাজী এরতেজা হাসান।

বৃক্ষরোপণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমানকে সরকারিভাবে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। এরপর তিনি সরাসরি শ্যামনগরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুপুরে ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। জুমার নামাজ শেষে তিনি মধ্যাহ্ন ভোজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা হন। 



আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালে সম্মানিত অতিথিদের শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স. ম ওসমান গনী সোহাগ। 

ফুলেল শুভেচ্ছা গ্রহণ শেষে সুন্দরবনের নানা পদের মাছ, মাংস, কেওড়া দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের মেন্যু দিয়ে আয়োজিত দুপুরের মধ্যহ্ন ভোজে অংশ নেন ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান। এ সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ. কে ফজলুল হক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি যোগ দেন।

মধ্যাহ্ন ভোজ শেষে ব্রুনাই হাইকমিশনার সুন্দরবনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য স্পিডবোট যোগে কলাগাছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিইও আব্দুল্লাহ ওমর নাসিফ, ডিরেক্টর কাজী জারজিস বিন এরতেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রুনাই হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান সুন্দরবন ভ্রমণ শেষে গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]