প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭:১২ পিএম | অনলাইন সংস্করণ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনাহাটের এইচবিবি রাস্তার ইট লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দীন (পিএএ)। কমিটির সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম ও উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জান। তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, ওই হাটের অভ্যন্তরীন রাস্তা সংস্কারের জন্য নতুন ভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত ঈদুল আযহার ছুটির সময় স্থানীয় একটি কুচক্রী মহল হাটের অভ্যন্তরীন রাস্তায় থাকা প্রায় ১৬ হাজার পুরাতন ইট উত্তোলন করে লুটপাট করেন।
সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী
ফরিদা ইয়াসমিন শীলা বলেন, ঈদের আগের দিন আমি কাজ সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বুঝিয়ে দিয়ে ঈদের পরে কাজ করতে বলেছি। কিন্তু বাজারের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, শ্রমিক মোসলেম ও স্থানীয় একটি কুচক্রী মহল মিলে পুরাতন ইট গুলো তুলে লুটপাট করেন।
এ বিষয়ে মন্থনা হাট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ইট লুটপাটে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
তদন্ত কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জান চয়ন বলেন, তিন দিনের মধ্যেই তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দীন পিএএ বলেন, বাজারের ইট লুটপাটের ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।