প্রকাশ: রোববার, ২৬ জুন, ২০২২, ৪:১৪ পিএম আপডেট: ২৬.০৬.২০২২ ৪:১৮ পিএম | অনলাইন সংস্করণ

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে নিউজিল্যান্ড।
প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা স্বাগতিক নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তানের। শনিবার (২৫ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা এই সিরিজে দেশটির অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে তিন দলই একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বে বেশি পয়েন্ট পাওয়া দুই দলের মধ্যে হবে ত্রিদেশীয় সিরিজ ফাইনাল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) রমিজ রাজা জানিয়েছেন, তিনি চান বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মিল আছে এমন কোথাও তার দল প্রস্তুতি নিক।
ওই চিন্তা থেকেই নিউজিল্যান্ডে অক্টোবরের প্রথম সপ্তাহে ত্রিদেশীয় টি-২০ খেলবে তারা। তবে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার আগে একটি শর্ত দিয়েছেন রমিজ রাজা।
১৫ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের। ওই সিরিজ সূচি অনুযায়ী মাঠে গড়ালেই ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাবর আযমের নেতৃত্বধীন পাকিস্তান। ঘরের মাঠে সিরিজ শেষ করে ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিমান ধরতে পারেন শাহিন-বাবররা।
রমিজ রাজা বলেছেন, আমি চাই, দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানানসই কোথাও আন্তর্জাতিক ম্যাচ খেলুক। ১৫ সেপ্টেম্বর ইংল্যান্ড সিরিজ শুরু হলেই আমরা ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত করতে পারবো।