প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৮:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে বন্যার পানি কমার সাথে সাথে পাল্লা দিয়ে ভাঙ্গন শুরু হয়েছে গোয়ালের চর ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায়। কয়েকদিনে অব্যাহত ভাঙ্গনে প্রায় অর্ধশতাধিক বাড়ি-ঘর বসত ভিটা নদের গর্ভে বিলীন হয়েছে। ভিটেমাটি হারা হয়ে অসহায় পরিবার গুলো দিশেহারা হয়ে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন।
নদের ভাঙ্গনে চরম হুমকির মুখে পড়েছে প্রায় দুই কোটি টাকা ব্যয়েমুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, দ্বিতল মসজিদ,অসংখ্য ঘরবাড়ি, হাজারও একর ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ ইসলামপুর-বকশিগঞ্জ উপজেলার একমাত্র আন্তঃ উপজেলা সংযোগ পাকা সড়ক।
খোঁজ নিয়ে দেখাগেছে,বর্তমানে গুরুত্বপূর্ণ এলজিইডির পাকা সড়ক থেকে ব্রহ্মপুত্র নদের দূরত্ব মাত্র ১০ মিটার অবস্থান করছে। ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ না নিলে যে কোন মুহূর্তে জনগুরুত্ব পূর্ণ আন্তঃউপজেলা সড়কটি বিলীন হতে পারে। এই গুরুত্ব পূর্ণ সড়কটি ভেঙ্গে বিচ্ছিন্ন হলে ইসলামপুর-বকসিগঞ্জ দুই উপজেলার প্রায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগে পড়বে।
এ বিষয়য়ে গোয়ালের চর ইউপির চেয়ারম্যান আব্দুর রহিম বাদশাসহ এলাকাবাসির জোরদারী,ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।