বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের সর্বাত্মক প্রচেষ্টা    একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৪    যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুর্গাপুরে ৩হাজার পরিবারকে ত্রাণ সামগ্রি দিলেন এমপি মানু মজুমদার
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জুন, ২০২২, ৯:৪৭ পিএম | অনলাইন সংস্করণ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের প্রভাবে সোমেশ্বরী নদীর পানি উপজেলার বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। টানা দুদিনের বৃষ্টিতে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অসংখ্য পরিবার খাদ্য সংকটে রয়েছেন। গোখাদ্য সংকটেও রয়েছে অনেক পরিবার। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য মানু মজুমদারের পক্ষে ক্ষুধার্ত মানুষ ও বানভাসিদের মাঝে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩ হাজার প্যাকেট জাত শুকনো খাবার ত্রাণ সামগ্রী বিতরণ করেণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি)। 

শনিবার(১৮ জুন) দুপুর ১টার দিকে গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামে ১হাজার ত্রাণ সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুদিনের বন্যার পানিতে খাদ্য সংকটে রয়েছেন গাঁওকাান্দিয়া গ্রামের অসংখ্য ভুক্তভোগী পরিবার। এ খবর শুনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি তার শতাধিক কর্মী নিয়ে ওই ভাঙন কবলিত এলাকায় খাদ্য সংকটে থাকা লোকজনের নিজ হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

গাঁওকান্দিয়া গ্রামের অতিদরিদ্র হালিমা খাতুন ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে কান্না করে বলেন, 'বাবা তুমি আমগ্যোর সাদ্দাম আকঞ্জি,আল্লাহ তোমাকে শত বছর আয়ু দান করুক'। 



ওই গ্রামের আব্দুল শহীদ বসতভিটে হারিয়ে ত্রাণ হাতে পেয়ে আপ্লুত কণ্ঠে বলেন, দুদিন ধরে বসত ভিটে হারিয়ে খাদ্য সংকটে রয়েছি। কোন নেতা খোঁজ নিতে আসেনি। এমপির প্রতিনিধি হয়ে তুমি সাদ্দাম আকঞ্জি খাবার নিয়ে আমার বাড়িতে আইছ্যো,অত্যন্ত খুশি হয়েছি। 

ওই গ্রামের বিধবা রাজিয়া খাতুন ও বৃদ্ধ আব্দুল মজিদ শুকনো ত্রাণ সামগ্রী পেয়ে খুশিতে বলে উঠেন, তুমি সাদ্দাম বাবাগো। মানুষের মুখে শুধু তোমার নাম শুনি। তোমাকে দেখিনি।তুমি যে এতোটা উদার,এই প্রথম দেখলাম। তোমার খাদ্য সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা হয়েছি। 
এক প্রশ্নের জবাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি)জানান,দুর্গাপুর উপজেলা বাসী আমাকে বিপুলভোটে উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। আজকের বন্যার পানিতে পানি বন্দি লোকদের এই ক্রান্তিলগ্নে বানভাসি মানুষের মুখে হাসি ফুটাতে ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অতিদরিদ্র পরিবারের মাঝে ৩ হাজার শুকনো খাবার জাতীয় ত্রাণ সামগ্রী বিতরণ হাতে নিয়েছি। প্রথম ধাপ হিসেবে গাঁওকান্দিয়া ইউনিয়নে ১ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। 

এ বিষয়ে নেত্রকোনা-১আসনের সংসদ সদস্য মানু মজুমদার জানান,দুর্গাপুর-কলমাকান্দা ১আসনের বন্যায় ক্ষতিগ্রস্থ সে সকল পরিবার ধৈর্য্যের সাথে মোকাবিলা করার জন্য আহবান জানাই। বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন। ইতিমধ্যেই নির্বাচনী এলাকার উপজেলা প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের ও বিশেষ করে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জিকে উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের খোঁজ ও অসহায় পরিবারের পাশে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক দিশা আক্তার জানান, গত বৃহস্পতিবার রাত ৭টা থেকে শুক্রবার সকাল সাড়ে ১২টা পর্যন্ত ১৭ ঘণ্টায় সোমেশ^রী নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।ফলে নদীতীরবর্তী আশ পাশ এলাকায় বন্যায় পানিবন্দি অবস্থায় রয়েছে স্থানীয় লোকজন। তবে এখন পানি কমতে শুরু করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]