প্রকাশ: রোববার, ১২ জুন, ২০২২, ৪:৩৩ পিএম | অনলাইন সংস্করণ

‘কোনো এলাকায় ১০০ জন দেশি মদ বা বিলেতি মদের পারমিটধারী থাকলে মদ বিক্রির লাইসেন্স প্রদান করা যাবে’- অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২ এর এমন বিধি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭ এর (২), (৪) ৯ এর (৩), ১৫ এর (২) ক, এবং ১৫ এর (২) কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
রোববার (১২ জুন) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত ২০ এপ্রিল হাইকোর্টে রিটটি করেন আইনজীবী মার-ইয়াম খন্দকার ও মো. মনোয়ার হোসেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও ব্যারিস্টার মার-ইয়াম খন্দকার।
পরে আইনজীবী তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, বিধিমালার এসব বিধিতে অ্যালকোহল বা মদকে নিয়ন্ত্রণ করার চাইতে উৎসাহিত, সহজলভ্য করা হয়েছে। ফলে এটি সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ পরিপন্থি।
গত ১৮ জানুয়ারি ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ জারি করে।
এ বিধিমালায় অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করা হয়।
বিধিমালা অনুযায়ী, মদ কেনাবেচা, পান, পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। কোথাও কমপক্ষে ১০০ জন মদের পারমিটধারী থাকলে ওই এলাকায় অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া হবে। আর ২০০ জন হলে দেওয়া হবে বারের লাইসেন্স। ২১ বছরের কম বয়সের ব্যক্তি মদপানের অনুমতি পাবেন না।