ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে আজমল হাকিকি নামের এক আফগান মডেল-ইউটিউবারকে গ্রেফতার করেছে তালেবান। তাঁর তিন সহকর্মীকেও একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, কাবুলভিত্তিক সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব আজমল গত সপ্তাহে তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন।
ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে আজমল ও তাঁর তিন সহকর্মী ইসলাম ধর্ম অবমাননা করেছেন বলে অভিযোগ।
৫ জুন আরেকটি ভিডিও পোস্ট করেন আজমল। এটিতে তিনি আগের ভিডিওর জন্য ক্ষমা চান।
৭ জুন আজমল ও তাঁর তিন সহকর্মীকে গ্রেফতার করে তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স। ইসলামের পবিত্র মূল্যবোধ অবমাননার অভিযোগে তাঁদের গ্রেফতারের কথা জানানো হয়।
একই দিন আজমলের আরেকটি ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওতে তিনি তাঁর দোষ স্বীকার করেন। ভিডিওতে তাঁকে আবার ক্ষমা চাইতে দেখা যায়।
আজমল ও তাঁর তিন সহকর্মীকে গ্রেফতারের বিষয়ে ৮ জুন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে একটি বিবৃতি প্রচার করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে আজমল ও তাঁর তিন সহকর্মীকে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিতে তালেবানের প্রতি আহ্বান জানানো হয়।