কক্সবাজারের উখিয়া থেকে ১ লাখ ৭৩ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. জানে আলম (২৬)। তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রুতে। তার শরীর ও বসতবাড়ি তল্লাশি করে একটি বস্তার মধ্য থেকে ১ লাখ ৭৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (১৫ মে) দিনগত রাতে কক্সবাজারের উখিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ মে) বিকেলে র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস ও ইন্ট শাখা) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জানে আলম মাদককারবারে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তার নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।