প্রকাশ: সোমবার, ১৬ মে, ২০২২, ১১:৩২ এএম | অনলাইন সংস্করণ

নাফনদীতে মাছ শিকারে যাওয়া জেলেদের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের একটি কচ্ছপ ।
সোমবার (১৬ মে) কক্সবাজারের টেকনাফে সকালের দিকে হোয়াইকং এলাকার নাফনদী অংশে এই কচ্ছপটি ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফের হোয়াইক্যং বন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরী।
তিনি জানান, সোমবার ভোর থেকে টেকনাফের হোয়াইক্যং এলাকার নাফ নদীতে একদল জেলে মাছ শিকার করছিলেন। সকালে তাদের জালে ভারি কিছুর অস্তিত্ব পেয়ে কূলে তুলে আনে। এ সময় তারা জালে বড় একটি কচ্ছপ দেখতে পান। পরে মেপে দেখা হয় এর ওজন প্রায় ২৫ কেজি।
তিনি আরো বলেন, খবরটি বন বিভাগের কাছে আসার পর দ্রুত ঘটনাস্থলে যায় বন বিভাগের টিম। তারা কচ্ছপটি উদ্ধার করে সকাল ৯টার দিকে টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে অবমুক্ত করে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম বলেন, কাছিম ময়লা-আবর্জনা খেয়ে সমুদ্রকে পরিষ্কার রাখে। জীববৈচিত্র রক্ষায় কাছিমকে প্রকৃতির ইকোসিস্টেম বলে উল্লেখ করা হয়। তাই কাছিমকে হত্যা নয়, সংরক্ষণে সবার সহযোগিতার মনোভাব দরকার।