ডা. হাবিবুর রহমান আর নেই, ড. কাজী এরতেজা হাসানের শোক
প্রকাশ: রোববার, ১৫ মে, ২০২২, ৩:২৭ পিএম | অনলাইন সংস্করণ

সাতক্ষীরার স্বনামধন্য চিকিৎসক, সাতক্ষীরা ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি এবং আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকের মালিক ডা. হাবিবুর রহমান আজ রবিবার (১৫ মে) ভোর ৪ টায় ঢাকায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ভোরের পাতা ও দ্য ডেইলি পিপলস টাইমস এর প্রকাশক ও সম্পাদক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য উপকমিটির সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, ড. কাজী এরতেজা হাসান সিআইপি। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় তিনি জানিয়েছেন, আমার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু মো. কামরুজ্জামান রাসেলের একমাত্র ভগ্নিপতি ডা. হাবিবুর রহমান দুলাভাই আর নেই। রমজানের সময় যখন সাতক্ষীরায় ছিলাম, তখন রাসেলকে বলছিলাম, দুলাভাই অসুস্থ। তাকে দেখতে যাবো। কিন্তু আর দেখা হলো না। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডা. হাবিবুর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর কোর্ট মসজিদ বা ডিসি অফিস প্রাঙ্গনে এবং দ্বিতীয় নামাজের জানাজা তুজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং তুজলপুরে গ্রামের বাড়ী সমাহিত করা হবে৷