প্রকাশ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৩:৩১ পিএম | অনলাইন সংস্করণ
জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতের প্রস্তুতির বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাতে এবার একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন।
শনিবার (৩০ এপ্রিল) জাতীয় ঈদগাহে দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এসে মেয়র এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, করোনা মহামারি অতিক্রম করে দুই বছর পরে ঢাকাবাসী যাতে আবারও জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সেই আয়োজন আমরা সম্পন্ন করেছি। আপনারা লক্ষ করেছেন, এ জাতীয় ঈদগাহ ময়দান সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে সাজ সাজ রব।
ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি ঢাকাবাসীকে আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই যেন একসঙ্গে ঈদের জামাতে অংশ নিতে পারি, সেজন্য আমি ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের আমন্ত্রণ জানাচ্ছি।
ঈদের প্রধান ঈদ জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে চলেছে বলেও জানান তিনি। মেয়র বলেন, এর মাধ্যমে আমরা একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করছি। যাতে করে ঢাকাবাসী জাতীয় ঈদগাহে এসে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করতে পারেন।