প্রকাশ: রোববার, ২৪ এপ্রিল, ২০২২, ৭:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে নাজাতরে ১০ দিন ইফতার বিতরণের কার্যকর্ম হাতে নিয়েছে।
মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা যুবলীগেরর সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনের নেতৃত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি- হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সহ সভাপতি বিকাশ বৈমিক, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনিুল ইসলাম চৌধুরী আমিন,সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ যুবলীগের নেতা কর্মীরা।
শহরের বিভিন্ন স্থানে গরীব অসহায় রোজাদার মানুষের মাঝে প্রতি দিন ৩শ প্যাকেট ইফতার বিতরণ করছে।