বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

শিরোনাম: নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় দেয়া হবে না : ইসি    প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে দুবাই ও শারজাহতে ঢাকা থেকে ৯টি ফ্লাইট বাতিল    শহরের চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো জরুরি    দ্বীপ উন্নয়ন ও কৃষি জমি সুরক্ষায় আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ    ইতিহাসকেও দখল করার পাঁয়তারা করছে ক্ষমতা দখলকারী সরকার : আমীর খসরু    মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নজর রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ    ভূলের কথা স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাংসদ পুত্র   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সমন্বিত প্রয়াস দরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১৮ পিএম | অনলাইন সংস্করণ

আজ ২৮ ফেব্রুয়ারি ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। 



ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে ১৮ কোটি মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। ফেনী জেলা শাখার পক্ষ থেকে ডায়াবেটিস সচেতনতা ২০২২ জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা ডা.শাহাদাৎ হোসাইন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক স্বদেশ পএ সম্পাদক  সাংবাদিক এন এন জীবন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক 
সাংবাদিক এবি এম নিজাম উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ নোমান আহমদ,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, শেখ কামাল।
জেলা সদস্য নূরুল হুদা রাসেল মিয়াজীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য মুহাম্মাদ রফিকুল ইসলাম,আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, মাওলানা ওমর ফারুক,  মুহাম্মাদ ইব্রাহীম রিয়াদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমন্বিত প্রয়াস দরকার। ডায়াবেটিস রোগ কিংবা ডায়াবেটিক রোগী—কোনোটিই এখন বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়। প্রায় প্রতিটি পরিবারেই ঢুকে গেছে ডায়াবেটিস। তবে রোগের পরিচয় যেমন মিলেছে, তেমনি এর চিকিৎসার পথও মানুষ চেনে। বাংলাদেশে এই ডায়াবেটিস চিকিৎসার পথ চেনানোর নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন ডা. মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ করে এখন দেশের ডায়াবেটিস সেবার প্রাণকেন্দ্র হিসেবে অধিকতর পরিচিত ঢাকার শাহবাগে বারডেম হাসপাতাল যেমন মানুষ সহজেই চেনে, তেমনি রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য বিভিন্ন ডায়াবেটিস সেবা কেন্দ্র। প্রতিদিন এখান থেকে মানুষ ডায়াবেটিসসংক্রান্ত সেবা পাচ্ছে। এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বারডেম) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম, যিনি একাধারে জাতীয় অধ্যাপক ছিলেন। ডা.ইব্রাহিম সাহেবের  অবদান অবিস্মরণীয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]