বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০

শিরোনাম: শুক্রবার নাগাদ আসতে পারে ভারতের পেঁয়াজ    বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায়: কাদের    বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেওয়াই যুক্তরাষ্ট্রের সর্বাত্মক প্রচেষ্টা    একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন    ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত    বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় ঢাকা    কাতারের আমির ঢাকায় আসছেন এপ্রিলে   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
যে কারণে সন্ধ্যায় জমে উঠে মাছের হাট!
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১, ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ

শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তার মোড়ে সন্ধ্যার পরই জমে উঠে মাছের হাট। পদ্মা নদীর টাটকা ইলিশ, চিংড়ি, রুই, কাতল, আইড়, বোয়াল, রিঠা, তাঁরা বাইন, বালিয়া ও আড়িয়াল বিলের ডাঙ্গার গজার, শোল, কৈ, শিং, মাগুরসহ ছোট বড় নানা প্রজাতির তাজা ও ফরমালিনমুক্ত মাছের পসরা সাজিয়ে বসেন জেলেরা। 

সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত এখানে মাছ বিকিকিনি চলে। দূরদুরান্ত থেকে হাজারো ক্রেতার সমাগমে জমে উঠে বালাশুর মাছের হাটটি। এখানে প্রায় ২০ থেকে ৩০ জন জেলে স্থায়ীভাবে মাছ নিয়ে বসেন। 

এছাড়াও পদ্মা নদী ও আড়িয়াল বিল এলাকার প্রায় শতাধিক নিম্ন আয়ের মৎস্য পেশা জীবি মানুষ বালাশুর আসেন মাছ বিক্রি করতে। তারা সাধারণ ক্রেতাদের কাছে মাছ বিক্রি করেন। প্রতি রাতে কয়েক লাখ টাকার মাছ বেচা-কেনা হচ্ছে এখানে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-শ্রীনগর-দোহার আন্ত:সড়কের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ও ভাগ্যকুল দুই ইউনিয়নের সীমানাবর্তী স্থানের বালাশুর চৌরাস্তা সড়কের উত্তর পাশে ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে জমে উঠেছে মাছের বাজারটি। অত্র এলাকার পদ্মা নদী ও আড়িয়াল বিলের দেশী জাতের বিভিন্ন প্রজাতির মাছের মেলায় পরিনত হয়েছে হাটটি। জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পরপরই এখানে বিভিন্ন স্থান থেকে মৎস্যজীবিরা ভেজালমুক্ত ও তাজা মাছ আনতে শুরু করেন এখানে। ছোট বড় এসব দেশী মাছ কিনতে হাজারো ক্রেতার আগমন ঘটে এখানে। লক্ষ্য করা গেছে, সড়কের পাশে এসব মাছ পথচারীর দৃষ্টি আক্রর্ষণ করছে। পথিমধ্যে গাড়ি থামিয়ে অনেকেই পছন্দের ও শখের মাছ কিনে বাড়ি ফিরছেন। 

এ সময় কয়েকজন ক্রেতা জানান, বালাশুর মাছের হাটে পদ্মা নদীর মাছের আমদানী বেশী। এছাড়াও আড়িয়াল বিলের ডাঙ্গার মাছও এখানে পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে মাছের দাম একটু কম হওয়ায় তারা বালাশুর মাছের হাটে প্রায়ই আসেন। 

ফটিক দাসসহ মৎস্য ব্যবসায়ীরা বলেন, স্থানীয় মাছের আড়ৎগুলো থেকে তারা মাছ সংগ্রহ করেন। এছাড়াও পদ্মা নদী ও আড়িয়াল বিল এলাকার মৎস্য জীবিদের কাছ থেকে তাজা মাছ সংগ্রহ করেন। আন্যান্য হাট/বাজারের তুলনায় বালাশুর হাটে কমদামে মাছ বিক্রি করেন তারা। সন্ধ্যার পরে পছন্দের মাছ কিনতে মানুষের ভিড় জমে এখানে। ঐতিহ্যবাহী বালাশুর চৌরাস্তার হাটটি বিভিন্ন প্রকার মাছের জন্য ক্রেতাদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। দূরদুরান্ত থেকেও প্রতিদিন অসংখ্য ক্রেতার আগমন হচ্ছে বালাশুরের এই মাছের হাটে।





ভোরের পাতা/কে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]