বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১

শিরোনাম: কোথায় নাথান বমের স্ত্রী ?    বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মুশতাক আহমেদ    মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর আরও ১৮ জন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন    বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালককে অপসারণ    ইরানের ড্রোন ভূপাতিত করায় চটেছে জর্ডানের জনগণ    রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ কেএনএফের সন্ত্রাসী আটক     সাগর নিয়ন্ত্রণে ইরানের আলোচিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি নেতা এখন ঢাকা মহানগর উত্তর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ আগস্ট, ২০২১, ১০:৩২ পিএম | অনলাইন সংস্করণ

এক সময়ের বিএনপি’র সক্রিয় নেতা মোঃ মাহমুদুল হোসেন রাসেল রাজধানীর ঢাকা মহানগর উত্তর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রজন্মলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে সমালোচনা, নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। আওয়ামীলীগের এই হাইব্রিড নেতার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। রাজধানীতে ব্যবসার সুবাধে অবস্থান করে অতি সম্প্রতি তিনি ওই ভুইফোঁড় সংগঠনটির পদ ভাগিয়ে নেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উল্লেখিত সংগঠনের ব্যানারে তার একটি পোস্টার ফেইসবুকে প্রচার হলে গৌরীপুরে আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে এ বিষয়টি দৃষ্টিগোচর হয়। এ ঘটনাটি জানাজানি হলে আওয়ামীলীগের স্থানীয় নেতা-কর্মীদের মাঝে এ নিয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। ইতোমধ্যে এ নিয়ে ফেইসবুকে আলোচনা সমালোচনা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে নানা মন্তব্য করেছেন অনেকেই।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি তানজীর আহমেদ রাজীব জানান, এসব ভুইফোঁড় সংগঠনের কারনে আওয়ামীলীগের অস্তিত্ব আজ হুমকীর মুখে। বিএনপির একজন সক্রিয় নেতাকে রাতারাতি আওয়ামীলীগের সাইনবোর্ড লাগিয়ে দেয়ার ঘটনাটি আওয়ামীলীগের ভবিষ্যত রাজনীতির জন্য অশনিসংকেত।



গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রদীপ বাগচী এ সংগঠনের কান্ডজ্ঞানহীন এ কর্মে হতবাক হয়ে বলেন, এ কর্মের সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। তা নাহলে হাইব্রিড নেতাদের ভীড়ে আওয়ামীলীগের প্রকৃত নেতা-কর্মীদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা বলে তিনি মন্তব্য করেন।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ জানান, মাহমুদুল হোসেন রাসেল ৯০ দশকে প্রথমদিকে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন। সে সময় ছাত্রলীগের মিছিলের ওপর দফায় দফায় হামলার ঘটনায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা রাখতেন। ছাত্রজীবন শেষে রাসেল যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার পরিবারের সকল সদস্যরা বিএনপি’র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন ও বর্তমানে আছেন। রাসেল কে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রজন্মলীগের পদ থেকে অবিলম্বে বহিস্কারের জোরালো দাবি করেন তিনি।

এ ঘটনায় গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য না হয়েও বিএনপি নেতা রাসেল কে উল্লেখিত ভুইফোঁড় সংগঠনের পদে নিযুক্ত করার ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয় একটি ঘটনা। অবিলম্বে তাকে বহিস্কার করা না হলে রাজপথে প্রতিবাদ জানানো হবে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে  মাহমুদুল হোসেন রাসেলের কাছে মন্তব্য জানতে চাইলে তিনি জানান এই ছবিটি গত বছরের সেই সময় আমাকে সাময়িক সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, বর্তমানে এই সংগঠনের সভাপতি হামিদুল ইসলাম, আমি আর সভাপতির দায়িত্বে নেই। বিএনপির রাজনীতির কথা জানতে চাইলে তিনি গৌরীপুরে আসি সাক্ষাতে কথা হবে বলে মোবাইল সংযোগ কেটে দেন পরে একাধিকবার কল করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]