বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

শিরোনাম: হত্যাচেষ্টা মামলায় বিপাকে পরীমনি    বনানীতে ভিসা সেন্টার চালু করলো চীন    রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯    সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পীসহ নিহত ২    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭    নিরাপত্তা ইস্যুতে কাউকে ছাড় দেয়া হবে না : ইসি    প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে দুবাই ও শারজাহতে ঢাকা থেকে ৯টি ফ্লাইট বাতিল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
অস্ট্রেলিয়াকে সহজ লক্ষ্য দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৮:০৬ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত দারুণভাবে কাজে লাগিয়েছে অস্ট্রেলিয়া। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খাবি খেয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। 


নাঈম শুরুটা বড় করলেও স্ট্রাইকরেট বাড়াতে আর ইনিংস বড় করতে ব্যর্থ। এরপর সাকিব আল হাসান ভরসা যুগিয়ে গেছেন দলকে। শেষের দিকে আফিফ হোসেনের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ১৩১ রান।

একের পর এক ডট চাপটা তৈরি করেছিল। সেটা আরও বাড়ায় দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈমের উইকেট। ইম্প্রোভাইজ করতে গিয়ে উইকেট দিয়েছেন দু’জনেই। তাতেও সেই ডটের প্রভাব ছিল বৈকি। ক্রমাগত ডট যেমন চাপ বাড়াচ্ছিল দলের ওপর, সেই চাপ ঝেটিয়ে বিদায় করতেই তো দরকার পড়েছিল ‘ইম্প্রোভাইজেশন’-এর। 

সৌম্য যেন অনেকটা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, জায়গা বানিয়ে খেলবেন, অফসাইডে বৃত্তের ভেতর ছাতার মতো ফিল্ডার সাজালে এমন ভাবনা অমূলক কিছু নয়। তবে তার প্রয়োগে যেন একটু খুঁত থেকে গিয়েছিল। জায়গা বানাতে শুরু করেছিলেন একটু আগেভাগেই। তা বুঝতে পেরে জশ হেইজেলউডও বলটা করলেন লেগ স্টাম্পের অনেক বাইরে। ফলে সমন্বয়ে গোলমাল হলো। প্লেড অন হয়ে উইকেট হারালেন সৌম্য, ফিরলেন ৯ বলে ২ রান করে।

সেই ইম্প্রোভাইজেশনের চেষ্টাতেই কাটা পড়ল নাঈমের উইকেট। এবারও নিয়ামক হিসেবে কাজ করল সেই অফসাইডে বৃত্তের ভেতর ছাতার মতো সাজানো ফিল্ডারদের সারি। অ্যাডাম জ্যাম্পার বলটা রিভার্স সুইপ করে পাঠাতে চেয়েছিলেন। ব্যাটে বলে তো হলোই না, উলটো বল গিয়ে ভাঙল স্টাম্প। নাঈম ফেরেন ২৯ বল খেলে ৩০ রান করে।



এরপর ব্যাটসম্যান বদলালেও বদলায়নি ব্যাটিংয়ের ধরন। ডট আসতে থাকল, তাতে প্রথম ৫০ এলো ৫১ বলে। ১৩তম ওভারে এসে অধিনায়ক মাহমুদউল্লাহ রানের গতি বাড়াতে চেষ্টা করেছিলেন। হেইজেলউডের প্রথম বলটা স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করেন তিনি। চেষ্টাটা ছিল পরের বলেও, কিন্তু অজি পেসারের নাকল বলটা যেন পড়তে ভুল করেছিলেন বাংলাদেশ অধিনায়ক, ধরা পড়েন মিড অফে। 

রানের গতি বাড়ানোর চাপে উইকেট হারিয়েছেন নুরুল হাসান সোহানও। অ্যান্ড্রু টাইয়ের ওয়াইড লাইন পেরোনো বলটাকে অফ সাইড দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে ক্যাচ দেন ডিপ পয়েন্টে। একবার ‘জীবন’ পাওয়া সাকিবও হেইজেলউডের শিকার বনেছেন সে অভিপ্রায় থেকেই।


ভোরের পাতা/কে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]