শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

শিরোনাম: কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সেনাপ্রধানসহ নিহত ১০    বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী    ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের    ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে    ইরানে পাল্টা হামলা করল ইসরায়েল    ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র    স্বর্ণের দাম ফের বাড়ল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মাদারীপুরে ট্রাক খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৬
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ আগস্ট, ২০২১, ১২:১৭ পিএম | অনলাইন সংস্করণ

মাদারীপুরের শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোলপ্লাজায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বরগুনা থেকে একটি ট্রাক ভবনের ছাদ ঢালাইয়ের মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কয়েকজন যাত্রী ওঠায় ট্রাকটি। রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের (এক্সপ্রেসওয়ে) শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোলপ্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুইজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর, পাঁচ্চর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে টোলপ্লাজার স্টাফ নির্মল মন্ডল (২৮), মাইনুল ইসলাম সোহান (২৫) ও পুলককে (২২) চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহান ও পুলকের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় বলে টোলপ্লাজার কর্মকর্তা আনিস জানান।



দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (৩০), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজীর (৩৫) মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টোলপ্লাজার কর্মকর্তা আনিস বলেন, ট্রাকটি আমাদের টোলপ্লাজার কর্মকর্তাদের ওপর উঠিয়ে দিয়েছে। ট্রাকে পিষ্ট হয়ে আমাদের তিনজন কর্মকর্তা নির্মল, সোহান, পুলক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, আমি বাইক চালিয়ে সূর্যনগর যাচ্ছিলাম। হঠাৎ দেখি ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পড়ে গেল। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপর আট-দশজন সাধারণ যাত্রীও বসেছিলেন। ঘটনাস্থলেই দুইজন মারা যান। দ্রুত আমরা আহতদের উদ্ধারের চেষ্টা করি। দুর্ঘটনার পর আরও চারজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় কর্মরতদের ওপর উঠেয়ে দেয়। এতে টোলপ্লাজার তিন কর্মকর্তাসহ ছয়জন মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]