বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

শিরোনাম: স্বর্ণের দাম ফের বাড়ল    বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল, খোলা তেলে কমল    বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে: কাদের    উপজেলা নির্বাচন : এমপি-মন্ত্রীদের সন্তান ও আত্মীয়রা প্রার্থী হতে পারবেন না    চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ, হিট এলার্ট জারি    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধিদল    হত্যাচেষ্টা মামলায় বিপাকে পরীমনি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
লিচুগাছে ঝুলছে আম, ব্যাপক চাঞ্চল্য
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৪:০৩ পিএম | অনলাইন সংস্করণ

আমগাছে আম ধরে, জামগাছে জাম। সে নিয়ম অনুযায়ী লিচুগাছে লিচু ছাড়া অন্য ফল ধরার কথা নয়। কিন্তু এ নিয়ম ভেঙে ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের আবদুর রহমানের একটি গাছে লিচুর থোকায় আমও ঝুলতে দেখা গেছে। এ নিয়ে এলাকায় এখন চলছে ব্যাপক আলোচনা।

এ খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে দূর থেকে মানুষজন এসে ভিড় করছে। ঘটনাটি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া মুটকি বাজার এলাকায়।

লিচুগাছটির মালিক আব্দুর রহমান জানান, প্রায় ৫ বছর আগে তার জামাতা তাকে চারটি লিচু গাছের চারা এনে দেন। এরপর তিনি ওই চারাগুলো বাড়ির চারপাশে রোপন করেন। নিয়মিত পরিচর্যায় ৩ বছর ধরে লিচুগাছগুলোতে লিচু ধরতে শুরু করে। এবারও গাছগুলোতে মুকুলে ভরে যায়। কিছুদিন পর লিচুর গুটির আকার বড় হতে শুরু করে।

তিনি বলেন, গত শনিবার সকালে তার নাতি হৃদয় ইসলাম এসে আব্দুর রহমানকে জানায়, চারটি লিচু গাছের মধ্যে একটি লিচুগাছে ‘আম’ ধরেছে। নাতির কথা প্রথমে তার বিশ্বাস হয়নি। পরে লিচুগাছে গিয়ে দেখেন ঘটনা সত্য। লিচুগাছের এক থোকার এক পাশে একটি আম ধরেছে।

এ খবর ছড়িয়ে পড়লে দূর থেকে মানুষজন এসে ভিড় করতে শুরু করে আব্দুর রহমানের বাড়িতে। এটা দেখতে যারা ভিড় করেছেন, তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন আব্দুর রহমানসহ বাড়ির লোকজন।

গতকাল সোমবার বিকেলে আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরোগাছটি লিচুর গুটিতে ভরা। গাছের একপাশে একটি থোকায় ১৭টি লিচু রয়েছে, এর মধ্যে ওই লিচুগুলোর সঙ্গে ‘সবুজ আম ঝুলছে’। লিচুর ডগা লম্বা হলেও আমটির বোঁটা অনেকটা ডালঘেঁষা।

ঠাকুরগাঁও শহর থেকে লিচু গাছে ঝুলন্ত আমটিকে দেখতে গিয়ে মোহাম্মদ রাসেল বলেন, সোশ্যাল মিডিয়াতে দেখলাম লিচু গাছে আম ধরেছে। এটা দেখার পর আগ্রহ নিয়েই এসেছি আমটি দেখতে, আমটি নিজের চোখে দেখলাম। আমার মতো অনেকেই এসেছে আমটি দেখতে।

দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এমএসসির শিক্ষার্থী মো. মোসাদ্দেক হোসেন বলেন, আম ও লিচু এই দুটি আলাদা পরিবারের। আম Anacardiaceae ও আর লিচু Sepindaceae পরিবারের ফল গাছ। একই পরিবারভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং সম্ভব। আবার লিচুগাছে আম ধরার ঘটনাটিও বিজ্ঞানসম্মত নয়।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ও উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক বিধান চন্দ্র হালদার বলেন, লিচু গাছে আমের ফলন ঘটনাটি ফেসবুকে দেখেছি। লিচু ও আমের পুষ্পমঞ্জুরী যেখানে হয়, সেটা লম্বা। লিচুরটা লম্বা হলেও আমটির বোঁটাটি স্বাভাবিকের তুলনায় খুব খাটো। এসব দেখে বিষয়টি খটকা লাগছে। লিচু ও আম এক পরিবারের উদ্ভিদ নয়। ক্রোমোজম সংখ্যা যদি এক হয়, তবে অনেক সময় ঘটতে পারে।

তিনি আরও বলেন, লিচু ও আমের ক্ষেত্রে এটা অবিশ্বাস্য। লিচু ও আমের টিস্যু সিস্টেম এক না হওয়ায় আম ও লিচুর গ্রাফটিংও সম্ভব নয়। লিচুর সঙ্গে আমগাছের ডাল জোড়া লেগেছে, এমন উদাহরণ নেই। উদ্ভিদতত্তে¡ এর কোনো ব্যাখ্যা নেই।

অধ্যাপক বিধান চন্দ্র হালদার বলেন, কেউ আঠা দিয়ে লিচুর ডালে আমটি লাগিয়েও দিতে পারেন। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমটি কয়েক দিনের মধ্যে ঝরে পড়লে বুঝবেন চমক সৃষ্টির জন্য কেউ আমটি লিচুর ডালে আটকে দিয়েছিলেন। আর আমটি যদি বড় হতে থাকে, তখন সেটাকে অস্বাভাবিক ঘটনা বলা যেতে পারে। তখন এটা নিয়ে গবেষণার সুযোগ থাকবে।



এদিকে, লিচুগাছে আম ধরার কথাটি শুনে সোমবার সরেজমিনে গিয়েছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুজন কর্মকর্তা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, একটি লিচু গাছে একটি মাত্র আম ধরল। এটা কীভাবে ধরল, তা এ মুহূর্তে বোঝা মুশকিল। বিষয়টি আমরা পর্যবেক্ষণে রেখেছি।


ভোরের পাতা/কে  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]