প্রকাশ: শনিবার, ৬ মার্চ, ২০২১, ১২:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিলুপ্ত প্রজাতির একটি বণ্যপ্রাণীকে উদ্ধার করেছে স্থানীয় এক যুবক। ধারণা করা হচ্ছে এটি একটি লজ্জাবতী বানর।
শুক্রবার (০৫ মার্চ) স্থানীয় গণমাধ্যমকর্মী বিষয়টি প্রশাসনকে জানালে বিষয়টি তাদের নজরে আসে। পরে পুলিশ গিয়ে ওই যুবকের বাড়ি থেকে প্রাণী উদ্ধার করে।
এর আগে, শুক্রবার ভোররাতে সোমেশ্বরী নদীর বালুচর থেকে মিঠুন মিয়া নামের এক গাড়িচালক প্রাণীটিকে বাড়িতে নিয়ে আসলে খবর পেয়ে অনেকেই তার বাড়িতে প্রাণী থেকে দেখতে ভিড় জমায়।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান প্রাণীটিকে উপজেলা বন বিভাগ ও প্রাণীসম্পদ কর্মকর্তার কাছে অবমুক্ত করা জন্য হস্তান্তর করে। পরে রাতে উপজেলার সদর ইউনিয়নের ঘন জঙ্গলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক ডাক্তার মো. মাহবুবুর রহমান জানান, প্রাণীটি সুস্থ রয়েছে। খাদ্যের খোঁজে হয়তো বন-জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। স্বাভাবিক জীবনে ফিরে যাবে বলেও মনে করেন তিনি।
ভোরের পাতা/কে