বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে। আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কী তাহলে ভুল শুনেছি? কেমন লাগে বলো তো!’ —মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের এই সংলাপের মাধ্যমে সবার প্রিয়মুখ হয়ে উঠেছিল শিশুশিল্পী দীঘি।পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢালিউডের তারকা দম্পতি নায়ক সুব্রত আর প্রয়াত নায়িকা দোয়েলের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি এখন ছোট্টটি নেই্। এবার নায়িকা হিসেবে বড় পর্দায় দেখা যাবে তাকে। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে নায়িকা দীঘি অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো-তুমি নেই’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। মার্চের ১২ তারিখ ছবিটি মুক্তি পাবে।
দীঘির দ্বিতীয় ইনিংস শুরু এ মাসেই
চলচ্চিত্রে নিজের ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করার অনুভূতি জানিয়ে দীঘি বলেন, প্রথমবারের মতো নায়িকা হিসেবে নিজেকে বড় পর্দায় দেখাটা সবার জন্যই একটা আনন্দের ব্যাপার। আমার জন্যও ব্যতিক্রম না। ভালোই লাগছে সবমিলিয়ে। যদিও একটু নার্ভাস ফিল করছি। কারণ দর্শকরা আমাকে নায়িকা হিসেবে কীভাবে নেয় সেটা তো বলতে পারছি না। তবে আশা করছি সবাই ছোট দীঘিকে যেভাবে গ্রহণ করেছে বড় দীঘিকেও একইভাবে গ্রহণ করবে। এটা আমার সবার কাছে প্রত্যাশা থাকবে।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। প্রথম পর্বে ১০ দিন শুটিং শেষ করেছেন। চলতি মাসের শুরুর দিকেই ফের মুম্বইয়ে যাবেন। এছাড়া ‘শেষ চিঠি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন দীঘি। ছবিতে তুলি চরিত্রে অভিনয় করবেন তিনি। এখানে ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন।
দীঘির দ্বিতীয় ইনিংস শুরু এ মাসেই
চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি। শিশুশিল্পী হিসেবে ক্যায়িয়ারের প্রথম ইনিংসে ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেন।কাজী হায়াত পরিচালিত ‘কাবুলিওয়ালা’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর ‘দাদিমা’, ‘চাচ্চু’, ‘বাবা আমার বাবা’, ‘১ টাকার বউ’ ও ‘অবুঝ শিশু’র মতো চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নেন দীঘি।
দ্বিতীয় ইনিংসে তরুণ প্রজন্মের প্রিয়মুখ দীঘি কতোটা সাফল্য পান, তা জানতে অপেক্ষা করতে হবে না খুব বেশি দিন।