শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১

শিরোনাম: বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর    রায়পুরের উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মামুন    বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন    দেশে দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড , আরও কতদিন থাকবে জানালো অধিদপ্তর    প্রশ্ন ফাঁস চক্র, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫    কুয়ালালামপুরের উদ্দেশ্যে ৪২২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো ইউএস-বাংলার এয়ারবাস     ঢাকায় ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে ব্রাজিলের: রাষ্ট্রদূত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটির বৈঠক, সম্ভাব্য তালিকায় আমলাদের প্রাধান্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ২:০৬ এএম | অনলাইন সংস্করণ

দুর্নীতি দমন কমিশনে (দুদক) চেয়ারম্যান-কমিশনার নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সোমবার (১ মার্চ) বিকেলে কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে  এ বৈঠক অনুষ্ঠিত হয়। এটি কমিটির তৃতীয় বৈঠক।

সূত্র জানায়, এ বৈঠকে  সম্ভাব্য নামের তালিকা চুড়ান্ত করা হয়েছে । এ তালিকা থেকেই নিয়োগ দানের লক্ষ্যে প্রেসিডেন্টের কাছে পাঠানো  হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি। দুই বৈঠকের ধারাবাহিকতায় আজ শুরু হয়েছে তৃতীয় বৈঠক। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে চলমান বৈঠকে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম.ইনায়েতুর রহিম, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অংশ নিয়েছেন। কমিটির সদস্য হিসেবে এতে সাচিবিক দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা।

বৈঠক সূত্র জানায়, বিগত বৈঠকে বিভিন্ন উৎস থেকে আসা অন্তত: ১৯ জনের নাম ও তাদেও জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুইঞা। এর মধ্যে একডজনের বেশি অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব এবং সচিবের নাম ও জীবন বৃত্তান্ত জমা পড়ে । অবসরপ্রাপ্ত বিচারকের নাম-বায়োডাটা এসেছে ৩ জনের। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব,সচিবের মধ্যে মো. সিরাজুল হক খান, পাট ও বস্ত্রমন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব মো.ফয়জুর রহমান চৌধুরী, বিমান মন্ত্রণালয় থেকে অবসরে যাওয়া সিনিয়র সচিব মো.মহিবুল হক, সিনিয়র সচিব হিসেবে দুদক থেকে অবসরে যাওয়া মুহাম্মদ দিলোয়ার বখত, ভূমি মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া মো. সিরাজউদ্দিন আহমেদেও নাম-বায়োডাটা উপস্থাপন করেন কমিটি সচিব। 



অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর অবসরপ্রাপ্ত বিচারক মো. দলিল উদ্দিন (বর্তমানে একটি কমিশনে কর্মরত),অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবদুল মজিদ,হাইকোর্টের সাবেক রেজিস্ট্রার সামছুল ইসলামের নাম উপস্থাপিত হয়। তবে পুলিশ বাহিনী কিংবা সামরিক বাহিনীর কোনো কর্মকর্তার নাম কমিটি সচিবের উপস্থাপনায় আসেনি।

উল্লেখ্য, আগামী ১৩ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কমিশনার এএফএম আমিনুল ইসলাম মেয়াদ পূর্ণ করে বিদায় নিচ্ছেন। ১০ মার্চ তাদের শেষ কর্মদিবস। ওই দিন থেকেই কার্যত এ দু’টি পদ শূণ্য হচ্ছে। শূণ্য পদ পূরণে ‘উপযুক্ত ব্যক্তি’ বাছাইয়েদুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ৭(১) ধারা অনুযায়ী ‘বাছাই কমিটি’ গঠিত হয়। গত ২৮ জানুয়ারি গঠিত এ কমিটি ইতিমধ্যে দু’টি বৈঠক করেছে। 

এ  কমিটি প্রতিটি শূন্য পদের বিপরীতে দুদক আইনের ৬ ধারা অনুযায়ী দুই জন ব্যক্তির নামের তালিকা প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। প্রেসিডেন্ট এর মধ্য থেকে দু’জনকে শূন্য পদে প্রথমে কমিশনার পরে তাদের মধ্য থেকে একজনকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবেন। দুদক আইনের ৮(১) ধারা অনুযায়ী আইনে, শিক্ষায়, প্রশাসনে, বিচারে বা শৃঙ্খলা বাহিনীতে অন্যুন ২০ (বিশ) বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন কোন ব্যক্তি ‘কমিশনার হইবার যোগ্য’ বিবেচিত হবেন।

ভোরের পাতা- এনই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  দুদক কমিশনার   নিয়োগে বাছাই কমিটির বৈঠক   সম্ভাব্য তালিকা   আমলাদের প্রাধান্য  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]