প্রকাশ: সোমবার, ১ মার্চ, ২০২১, ৩:১৬ এএম আপডেট: ০১.০৩.২০২১ ৩:২৮ এএম | অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আসর আবারো পিছিয়ে যেতে পারে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে পিছিয়ে দেওয়া হবে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি রবিবার এ কথা জানিয়েছেন।
গত বছর কোভিড-১৯ মহামারিতে স্থগিত হয়ে গিয়েছিল এশিয়া কাপ, সেটি হওয়ার কথা ছিল এ বছর। তবে শ্রীলঙ্কা জুনে সেটি আয়োজন করতে চেয়েছিল, ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জোরালো সম্ভাবনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সেটিই।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হার এড়াতে পারলেই ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গী হবে ভারত। সেক্ষেত্রে ২০২৩ সাল পর্যন্ত পিছিয়ে যাবে এশিয়া কাপ, জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি, “... এই মুহুর্তে মনে হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে হলে এশিয়া কাপ হবে না। এর আগে শ্রীলঙ্কা জানিয়েছিল, তারা জুনে এ টুর্নামেন্ট করতে চায়।”
করাচিতে এক প্রেস কনফারেন্সে মানি বলেছেন, এ টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে ২০২৩ সাল পর্যন্ত, জানিয়েছে হিন্দুস্তান টাইমস, “সূচি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে এ টুর্নামেন্ট হবে না, এবং ২০২৩ সাল পর্যন্ত এটি পিছিয়ে দিতে হবে।”
ভোরের পাতা/কে