শিরোনাম: |
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে সকল গৃহহীনদের ঘর দিবেন শেখ হাসিনা: অধ্যাপিকা অপু উকিল
সিনিয়র প্রতিবেদক
|
![]() বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে সকল গৃহহীনদের ঘর দিবেন শেখ হাসিনা: অধ্যাপিকা অপু উকিল দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৯তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। রবিবার (২৪ জানুয়ারি) আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন। দৈনিক ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ২২৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। অধ্যাপিকা অপু উকিল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এই দেশটি স্বাধীন করে তিনি যে স্বপ্নটি দেখেছিলেন যে, দেশটিকে একটি সোনার বাংলায় রুপান্তর করবেন। অর্থাৎ প্রতিটি মানুষ যেন তার যে মৌলিক চাহিদা আছে তা যেন পায়। অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন তারা পান এবং গৌরবের সঙ্গে মাথা উঁচু করে বিশ্ব দরবারে যেন দাড়াতে পারে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে সেটা বাস্তবায়ন করা একটু দেরি হয়ে যায়। যদিও ৭২'র সংবিধান প্রণয়নের মাধ্যমে যে তিন বছর দেশ পরিচালনা করেছিলেন তার মাধ্যমে প্রতিটি সেক্টরে কিভাবে উন্নয়ন করবেন তার রুপ রেখা তিনি করে দিয়ে গিয়েছিলেন। এবং সে ধারাবাহিকতা ৭৫'র এর পরে বিচ্যুতি হয়েছিল যদিও তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সে ধারাবাহিকতা বজায় রাখেন। সে সময় মেজরিটি পারসন পার্লামেন্টে না থাকায় অনেক কিছু নিয়ে সমস্যা হচ্ছিলো। ২০০৯ সালে তিনি আবার দ্বিতীয় বারের মত প্রধানমন্ত্রী হওয়ার পরে যে বাংলাদেশকে তিনি মাথা তুলে দাঁর করানোর প্রচেষ্টা চালিয়েছিলেন তা আবার অব্যাহত করেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশের সম্পদ লুটেপুটে খায়, দুর্নীতি ও সন্ত্রাস করে, বিদেশে অর্থ পাচার করে। আর ক্ষমতায় না থাকলে দেশ অস্থিতিশীল করতে আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করে। ২০২০ সালে তিনি এই বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণীত করেছেন এবং অচিরেই মধ্যম আয়ের বাংলাদেশে উন্নত করবেন এবং ইতিমধ্যে উন্নত বাংলাদেশের রুপ রেখা বাস্তবায়ন হয়ে গিয়েছে। আজ জননেত্রী শেখ হাসিনার ‘মুজিববর্ষ’র অঙ্গীকার অনুসারে ও বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে তিনি ২৩ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে ৬৯ হাজার ৯০৪ জন ভূমিহীন ও গৃহহীনকে পাকাঘর প্রদান কার্যক্রমের প্রথম পর্যায়ের শুভ উদ্বোধন করেন। আগামী মাসে আরও এক লাখ পরিবার বাড়ি পাবে। হস্তান্তরকৃত প্রতিটি ঘরে বিদ্যুৎ ও সুপেয়পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেয়া হচ্ছে। দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। এই মুজিব বর্ষের মধ্যেই সকল গৃহহীনদের মাঝে এই ঘর প্রদান করবেন। এর মধ্য দিয়ে জাতির জনকের যে স্বপ্ন, প্রত্যেকটি মানুষ বাসস্থান পাবে; সেটি শেখ হাসিনা ইতিমধ্যে পূরণ করে যাচ্ছেন।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |