শিরোনাম: |
অবরুদ্ধ শিক্ষকরা: চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন
ভোরের পাতা ডেস্ক
|
![]() অবরুদ্ধ শিক্ষকরা: চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটক অবরোধ করে এ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এতে কবি নজরুল কলেজের শিক্ষকরা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন চলছে। এদিকে অনশনে চারজন শিক্ষার্থী অসুস্থ পড়েছেন বলে জানা গেছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা। এছাড়া স্যালাইন দিয়ে অনেকেই অনশনে রয়েছেন। আন্দোলনের মুখপাত্র মাসুদ রানা বলেন, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ সাত দিনের মধ্যে আমাদের তিন বিষয়ে প্রমোশনের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ১৩ দিন পার হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। তাই বাধ্য হয়েই আমরা অনশনে বসেছি। আজকের মধ্যে তিন বিষয়ে প্রমোশনের সিদ্ধান্ত না নেওয়া হলে অনশন কর্মসূচি চালিয়ে যাব বলেও জানান তিনি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |