শিরোনাম: |
বরগুনায় স্বতন্ত্র মেয়রপ্রার্থীর প্রচারে ডিম হামলা
বরগুনা প্রতিনিধি
|
![]() বরগুনায় স্বতন্ত্র মেয়রপ্রার্থীর প্রচারে ডিম হামলা প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহাদাত হেসেনের স্ত্রী হেনারা বেগমসহ কয়েকজন নারী লিফলেট বিতরণ করছিলেন। হঠাৎ এক যুবক খাঁচাভর্তি ডিম নিয়ে এসে তাদের লক্ষ্য করে ছুঁড়তে থাকে। এ সময় প্রচারে থাকা দুই তরুণী ওই যুবকের গেঞ্জি ধরে আটকাতে চেষ্টা করলে ডিমের খাঁচা দিয়ে তাদের পিটিয়ে পালিয়ে যায়। হামলার শিকার হেনারা বেগম জানান, তার স্বামী স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেনের পক্ষে প্রচার চালানোর জন্য সকালে পৌরসুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে গিয়েছিলেন। সঙ্গে তার বোনের দুই মেয়েসহ বেশ কয়েকজন নারী সমর্থক ছিলেন। প্রেসক্লাব গলিতে মুখ রুমাল দিয়ে ঢাকা এক যুবক তাদের ওপর ডিম ছুড়তে থাকে। পরে সেই ডিমের খাঁচা দিয়ে আঘাত করে তাদের। স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহাদাত হোসেন বলেন, আমি আওয়ামী লীগ প্রার্থীর টার্গেট। প্রচারের শুরু থেকেই হামলার ভয়ে বাসায় অবরুদ্ধ রয়েছি। আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ বলেন, শাহাদাত হোসেন দলের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি পৌরমার্কেটকে কুক্ষিগত করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছেন। ব্যবসায়ীরা তার দুর্নীতির কারণে ক্ষুব্ধ হয়ে জগ প্রতীকের প্রচার কারিদের লাঞ্ছিত করে থাকতে পারে। এ ঘটনায় আওয়ামী লীগ বা আমার সমর্থকদের কেউ জড়িত নয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। বরগুনা সদর সার্কেলের পুলিশ সুপার মফিজুর রহমান জানান, ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। প্রত্যেক প্রার্থী যেন নিরাপদে প্রচার চালাতে পারেন সে জন্য যা যা ব্যবস্থা নেয়া প্রয়োজন পুলিশ তা নিয়েছে। বরগুনা সদর পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারি। মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগের কামরুল আহসান মহারাজ, বিএনপির আব্দুল হালিম, জাতীয় পার্টির আব্দুল জলিলসহ ৬ জন। ভোরের পাতা/পি
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |