শিরোনাম: |
বিকিনি পরে সমুদ্রে নেমে সারার ঝড়
বিনোদন ডেস্ক
|
![]() বিকিনি পরে সমুদ্রে নেমে সারার ঝড় জানা গেছে, সারা যে বিকিনি পড়ে সমু্দ্রে নেমেছিলেন তার দাম ৫৩ হাজার রুপি। তবে এই অঙ্ক অবশ্য আজকাল নায়িকাদের কাছে খুব বড় কিছু নয়। এর থেকও অনেক দামি জুতো, ব্যাগ ব্যবহার করেন তারা। সেগুলোর কোনওটার দাম ১০ লাখও ছাড়িয়ে যায়। তবে দাম যাই হোক, রঙচঙে এই বিকিনিতে সারাকে মানিয়েছে দারুণ। টু পিস বিকিনির ওপর সারঙ্গ, সঙ্গে জুতসই ন্যুড মেকআপ। ঈল সমুদ্রের পারে তোলা সারার বিকিন পরা সেই ছবি অনেককেই মনে করাচ্ছে শর্মিলা ঠাকুরের ‘অ্যান ইভনিং ইন প্যারিস’ ছবির কথা। ভোরের পাতা/কে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |