শিরোনাম: |
মুজিববর্ষে সুন্দরগঞ্জে ঘর পাচ্ছে ২৭২ পরিবার
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
|
![]() মুজিববর্ষে সুন্দরগঞ্জে ঘর পাচ্ছে ২৭২ পরিবার বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান (আশ্রায়ণ-২ প্রকল্প)’র আওতায় এসব গৃহহীন পরিবারকে ২৭২টি সেমিপাকা গৃহ প্রদান করা হচ্ছে। আগামী শনিবার (২৩ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে এসব পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট জানিয়েছে। এর মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে ৭৩, সোরারায় ৯, সর্বানন্দে ৩৬, রামজীবনে ৫৭, ধোপাডাঙ্গায় ১৮, শান্তিরামে ৪২, কঞ্চিবাড়িতে ২৭, শ্রীপুরে ৬ ও সুন্দরগঞ্জ পৌরসভায় ৪টিসহ মোট ২৭২ গৃহহীন পরিবারকে এসব গৃহ প্রদান করা হবে। প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে। এতে মোট প্রক্কলিত ব্যয় নির্ধারন করা হয় ৪ কোটি ৬৫ লক্ষ ১২ হাজার টাকা। উল্লেখ্য, আগামী শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ২৭২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |