শিরোনাম: |
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
|
![]() টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ (২২ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এবার টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা নিয়েছে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রথম ম্যাচে আগে ব্যাট করে ম্যাচ হারলেও, আজ ফের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে ক্যারিবীয়রা। এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। এ ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে বাংলাদেশ দলের। তাদের বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে ও তাদের মাঠে-উভয় সিরিজই জিতেছিল স্বাগতিকরা। এছাড়া সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল এমব্রিস, জসুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, জেসন মোহাম্মেদ(অধিনায়ক), কাইল মায়ার্স, রোভমান পাওয়েল, নিক্রুমা বোন্নের, রেইমান রেইফার, আজহারি যোসেফ, আকেল হোসেইন এবং কেজোর্ন ওটলি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |