শিরোনাম: |
পিপলস লিজিংয়ের ২৮০ ঋণখেলাপিকে হাইকোর্টে তলব
ভোরের পাতা ডেস্ক
|
![]() পিপলস লিজিংয়ের ২৮০ ঋণখেলাপিকে হাইকোর্টে তলব আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। কোম্পানির পক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান তিনি নিশ্চিত করেছেন। অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের প্রবেশনাল লিক্যুডেটর মো. আসাদুজ্জামান খানের দাখিল করা এ সংক্রান্ত তালিকা দেখে আদালত এই ২৮০ জনকে তলব করেছেন। পরে আসাদুজ্জামান খানের আইনজীবী মেজবাহুর রহমান গণমাধ্যমকে বলেন, তলবের পাশাপাশি এই ২৮০ জন ঋণ খেলাপিকে কারণ দর্শাতে বলেছেন আদালত। ভোরের পাতা/কেএম
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |