শিরোনাম: |
নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ১৯ জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার
|
![]() ফাইল ছবি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী এলাকা থেকে তারা ফিরে আসেন। এর আগের দিন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি। বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন বলেন, ধরে নিয়ে যাওয়া ১৯ জেলেকে বিজিপি ফেরত দিয়েছে। এর আগে তাদের মাছ শিকাররত অবস্থায় ধরে নিয়ে যায় তারা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশি ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত দিয়েছে। কিন্তু এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। জনপ্রতিনিধি ও স্থানীয়দের ভাষ্য মতে, বুধবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা কবির আহমদ, মো. বাইলা, মো. এনামুল্লাহ, আমির হোসেনের মালিকাধীন নৌকা দিয়ে মাঝিমাল্লাহ নাফ নদীতে মাছ ধরতে যান। এর কিছুক্ষণ পর মিয়ানমার থেকে একটি স্পিড বোটে করে এসে বিজিপির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |