শিরোনাম: |
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশ্বাস, সবাই পাবেন ভ্যাকসিন
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাসচিব মারিয়েঙ্গালা সিমাও বুধবার (২০ জানুয়ারি) এক ভার্চ্যুয়েল কনফারেন্সে এ আশ্বাস দেন। তিনি জানান, ধনী-গরিব নির্বিশেষে করোনার টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে কোভ্যাক্স নামের বৈশ্বিক উদ্যোগে যৌথ নেতৃত্ব দিচ্ছে ডব্লিউএইচও। এই উদ্যোগের যৌথ নেতৃত্বে ডব্লিউএইচও ছাড়াও রয়েছে দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)। তিনি বলেন,বিশ্বের সব মানুষ যাতে টিকা পায় সে লক্ষ্যে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কারোরই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ আপনি টিকা পেতে যাচ্ছেন। সিমাও আরও বলেন, বিশ্বের প্রায় ৫০টি দেশে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। এর মধ্যে ৪০টিরও বেশি উচ্চ আয়ের দেশ। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে বিশ্বজুড়ে টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে। এ জন্য তারা পাঁচটি টিকা প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে ২০০ কোটি ডোজ পাওয়ার চুক্তি করেছে। চলতি বছরের শেষ নাগাদ অংশগ্রহণকারী প্রতিটি দেশের ২০ শতাংশ লোককে তারা টিকার আওতায় নিয়ে আসবে। ফেব্রুয়ারির শেষ নাগাদ দেশগুলোতে টিকার প্রথম ডোজ সরবরাহ সম্ভব হবে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |