শিরোনাম: |
হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রচলিত রীতি অনুযায়ী. বিদায়ী রাষ্ট্রপতিরা নয়া রাষ্ট্রপতিকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানান, এরপর নিজ বাসভবনে উদ্দেশ্যে রওনা দেন। ট্রাম্প সেই ধার ধারেননি। তবে বাইডেনের আগামী প্রশাসনকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখে গেছেন তিনি। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের আগেই হোয়াইট হাউস ত্যাগ করলেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। অবশ্য আগেই নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। রাজনৈতিক জীবনের শুরুতে যেমন একাই শুরু করেছিলেন , তেমনই শেষও একইভাবে হল ট্রাম্পের।তবে তিনি চলে গেলেও ট্রাম্পিজম সহজে মার্কিন রাজনীতি থেকে যাবে না, এ ধারণা দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের। প্রসঙ্গত, গত বছরের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে জয়ী হন বাইডেন। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে ট্রাম্প পান ২৩২টি ইলেকটোরাল ভোট।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |