শিরোনাম: |
খুলল শাবিপ্রবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু
ভোরের পাতা ডেস্ক
|
![]() খুলল শাবিপ্রবি, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা শুরু সকাল ১০টায় পরীক্ষা চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার হল পরিদর্শন করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষার ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান। এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল উপস্থিত ছিলেন। করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ মাসের পর থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো ফাইনাল পরীক্ষা হয়নি। এপ্রিল থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয় এবং টার্মটেস্ট ও অ্যাসাইনমেন্ট নেওয়া হয়। পরবর্তীতে গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |